Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট ডাকাতির সুযোগ পাবে না : সরোয়ার

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়ে জয়ের ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে ভোটের দিন নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। যদি ভোটাররা তাদের ভোট দিতে পারে তাহলে বরিশালে ধানের শীষই বিজয়ী হবে। আর খুলনা ও গাজীপুরের কৌশল বরিশালে প্রয়োগ করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সতর্ক করে দেন। গতকাল (শনিবার) বেলা ১১টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া মজিবর রহমান সরোয়ারের বাসভবনে অনুষ্ঠিত কর্মীসভায় এসব কথা বলেন বিএনপির মেয়র প্রার্থী।

সরোয়ার বলেন, গাজীপুর সিটি নির্বাচনে নানা অনিয়ম, কারচুপি, নৌকার পক্ষে সিল মারা ব্যালট পেপার সরবরাহসহ কেন্দ্র দখলের বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে বরিশাল সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা নির্বাচনের মাঠে সক্রিয় থেকে কাজ করতে পারলে ভোট ডাকাতির সাহস পাবে না কেউ। ভোট কারচুপি ঠেকাতে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। তা হলে বিএনপির বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। কর্মীসভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপি উপদেষ্টা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ