Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় সংসদে প্রতিবন্ধী মানুষের জন্য সংরক্ষিত আসন রাখা যায় কি না তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। এবারের বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য সুনির্দিষ্ট বাজেট রাখা হয়েছে। তার মধ্যে প্রতিবন্ধী মানুষসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী, বয়স্ক, বিধবাদের ভাতার অর্থ এবং আওতা বৃদ্ধি করা হয়েছে। সুস্থ রাজনীতি চর্চার মাধ্যমে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল মানুষের কল্যাণে কাজ করছি। গতকাল শনিবার বিকেলে এফডিসিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করণে বাজেট বরাদ্দ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কোথায় কোথায় কাজে লাগানো যায় সেভাবে সরকারি-বেসরকারি তেমন কোনো গবেষণা নেই। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা প্রতিবন্ধকতার কারণে প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। এবারের বাজেটে প্রতিবন্ধীদের জন্য যা বরাদ্দ রাখা হয়েছে তা এখনো পুরাপুরি স্পষ্ট নয়। তবে যতটুকু বুঝা যাচ্ছে এই বরাদ্দ প্রতিবন্ধী মানুষের তুলনায় তুলনামূলকভাবে কম। জনাব কিরণ আরো বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ঢাকা শহরে শতকরা ৩০% প্রতিবন্ধী ভিক্ষুককে তাদের পরিবার জোর করে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। যার পুরো অর্থই পরিবারের অন্য সদস্যরা নিয়ে নেয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ