Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ গণফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশ ও জাতী আশা করেছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পথ সুগম করবে। কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং দেশে ও বিদেশে বাংলাদেশের নির্বাচী ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক দৃষ্টান্ত তৈরী করেছে। হেয় প্রতিপন্ন হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা।
গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো দলটির কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এত তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় আরও বলেন, ভবিষ্যতে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে তা যেন অংশগ্রহণমূলক, সুষ্ঠু গ্রহণযোগ্য হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ