Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৯৫ লাখ টাকার ইয়াবাসহ ৩ যাত্রী আটক : শ্যামলী বাস জব্দ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (শুক্রবার) ভোরে নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র‌্যাবের একটি টিম। র‌্যাব সদস্যরা বাসটিকে (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮৬৪) থামার সংকেত দিলে সেটি থামতেই তিন যাত্রী কৌশলে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের পাকড়াও করা হয়।
তারা হলেন, রাজধানী ঢাকার দারুস সালাম সেন্টু মেম্বারের বাড়ির মোঃ সবুজ (৩২), গাবতলীর প্রথম কলোনী হাসান মাস্টারের বাড়ির পলাশ মন্ডল (২৮) ও আশুলিয়ার মোঃ নাসির হাওলাদার (৩০)। তাদের প্যান্টের পকেট এবং তাদের দেখানো ও সনাক্ত মতে চালকের সিটের পাশে সুকৌশলে লুকানো ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উক্ত বাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, তারা এর আগেও কয়েক দফায় ইয়াবার চালান পাচার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৯৫ লাখ টাকা এবং জব্দকৃত বাসের মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। প্রসঙ্গত এ নিয়ে র‌্যাব-৭ চট্টগ্রাম গত দেড় বছরে ৮৬ লাখ ৯৯ হাজার ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ