Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াসার পানিতেই জীবাণু!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০১ এএম

নগরীর হালিশহরে জন্ডিসের প্রকোপ বাড়ছেই। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আরও ২১৮ জন জন্ডিস আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৬ জন। এর আগে জন্ডিসে তিনজনের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াসার পানি থেকে এ রোগ ছড়িয়ে পড়েছে। তবে ওয়াসা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করছে, পানিতে কোনো জীবাণু নেই। সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে গতকাল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে দেখা করে তার সহযোগিতা চান। সিভিল সার্জন মেয়রকে অবহিত করে বলেন, পানি জীবাণুমুক্ত করা না গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তিনি মেয়রকে অনুরোধ করেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন এবং ওয়াসার প্রতিনিধিদের নিয়ে আক্রান্ত এলাকা থেকে নতুনভাবে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা গেলে কোথায় সমস্যা জানা যাবে। এদিকে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইউডিসিআর) তিন সদস্যের চিকিৎসক দল ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ইনকিলাবকে জানান, কিছুদিন আগে সরকারি হিসেব মতে হালিশহরে পানিবাহিত জন্ডিসে (হেপাটাইটিস-ই ভাইরাস) ১৭৮ জন আক্রান্ত হয়েছিল। জন্ডিস আক্রান্তদের স্বাস্থ্য অধিদফতর আলাদাভাবে চিকিৎসাসেবা দিচ্ছে। নগরীর আগ্রাবাদেও ১২ জনের জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আইইউডিসিআর টিমের প্রধান ডাঃ আবদুল্লাহ হিল ফারুক বলেন, ইতোপূর্বে আমরা হালিশহর এলাকাতে পানির নমুনা সংগ্রহ করেছিলাম। তখন ওয়াসার সংগৃহীত পানির পাঁচটি নমুনার মধ্যে একটিতে জন্ডিসের জীবাণু পাওয়া যায়। কিন্তু ওইসময় সরকারিভাবে ১৭৮ জন জন্ডিস আক্রান্ত রোগীকে শনাক্ত করা হলেও বিশাল জনগোষ্ঠীর মধ্যে কয়েক হাজার জন্ডিস আক্রান্ত রোগী থাকতে পারে। ব্যাপকহারে জন্ডিস ছড়িয়ে পড়ায় অনেকে হালিশহর এলাকা থেকে বাসা ছাড়তে শুরু করেছেন।
চসিকের কমিটি
হালিশহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট জনবিভ্রান্তি ও জন আতঙ্ক দূরীকরণে চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন থেকে সরাসরি সরবরাহকৃত পানি এবং রিজার্ভারের সংরক্ষিত পানির নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল নগর ভবনে চসিক মেয়রের সভাপতিত্বে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা এবং চট্টগ্রাম জেলা স্বাস্থ্য অধিদফতরের ত্রিপক্ষীয় বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে আহŸায়ক, ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির ও ওয়াসার পক্ষ থেকে সহকারি প্রকৌশলী ইফতেখারুল্লাহ মামুনকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে কর্পোরেশন বরাবরে রিপোর্ট জমা দেয়ার জন্য মেয়র নির্দেশনা দিয়েছেন।
দূষিত পানি ও খাবারেই হেপাটাইটিস-ই ছড়ায়
দূষিত পানি ও খাবার দুটোতেই হেপাটাইটিস-ই ছড়ায় উল্লেখ করে বিশেষজ্ঞগণ বলেছেন, ব্যবহারের আগে পানি ফুটিয়ে বা বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। নগরীর হালিশহরে ব্যাপকহারে জন্ডিসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম আয়োজিত এক সেমিনারে এ অভিমত দেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানের আগ্রাবাদস্থ প্রধান কার্যালয়ে সেমিনারে পানিবাহিত রোগ ও হেপাটাইটিস-ই সম্পর্কে মূল বক্তব্য রাথেন বাংলাদেশ ইসস্টিটিউট অব ট্রোপিক্যাল এন্ড ইনফেকশন ডিজেসের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক এবং ক্লিনিকেল ট্রোপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মামুনুর রশিদ। তিনি বলেন, খাবার এবং ব্যবহারের পানি ৩০ মিনিট ফুটিয়ে বা ফিটকিরি ব্যবহার করে অথবা পাঁচ লিটার পানিতে ১টি বিশুদ্ধিকরণ বড়ি দিয়ে ত্রিশ মিনিট পর থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে। তিনি এসময় এ রোগের কারণ সম্পর্কে না জেনে আতঙ্ক না ছড়ানোরও পরামর্শ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ