Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ দলের সভা আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে এবং রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে ১৪ দল। আজ শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সভায় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গাজীপুর সিটিতে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় এবং বিএনপির অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া তুলে ধরবে ক্ষমতাসীন দলটি। একই সাথে আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি, করণীয় ও ১৪ দলের ভূমিকাসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খুলনা ও গাজীপুর সিটির মতো অন্য তিন সিটিতেও আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে তুলতে তারা মতামত দেবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ