Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূর্খের স্বর্গে বাস করছে বিজেপি -পার্থ

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

কালীপদ দাস, কলকাতা থেকে : বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহর পশ্চিমবঙ্গ সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন বিজেপি এ রাজ্যের লোকসভা নির্বাচনে যে ২১ টি আসন টার্গেটের কথা বলছে তা আসলে মূর্খের স্বর্গে বাস করার মতো।
অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসে পুরুলিয়া গিয়ে বলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তাদের টার্গেট ২১টি আসন। তিনি এর জন্য দলের নেতা-কর্মীদের শহরতলী তথা গ্রামে-গঞ্জে গিয়ে জনসম্পর্ক বাড়াবার পরামর্শ দিয়েছেন। জবাবে পার্থ বাবু বলেছেন ২১ টি তো দূরের কথা বিজেপি তাদের আগের বারের নিজস্ব ২ টি আসন দার্জিলিং ও আসানসোলও নিজেদের দখলে রাখতে পারবে না। এ দুটি আসনও তাদের এবার হারাতে হবে। লোকসভা নির্বাচনে ২১ টি আসন দখলের স্বপ্ন আসলে তাদের মূর্খের স্বর্গে বাস করার মতো। অমিত শাহর পুরুলিয়া সফর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, শুধু পুরুলিয়া কেন তারা চাঁদে গিয়েও বৈঠক করতে পারে। বিভাজনের নীতিতে বিশ্বাসী বিজেপিকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনেও মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বছর মানুষের পাশে থাকেন। সেখানে বিজেপি শুধুমাত্র তাদের স্বার্থের জন্য এ রাজ্যে আসে। তিনি আরও বলেন এ রাজ্যের মানুষ মিথ্যে স্বপ্ন দেখেন না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ