Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তাল পদ্মা ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০১ এএম


শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : বৈরি আবহাওয়ার কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। এসময় ২০জন যাত্রী নিয়ে মাঝ পদ্মায় স্পীডবোট ডুবে যায়। বিআইডবিøউটিএ সকল যাত্রী উদ্ধারের দাবি করলেও কয়েকজন নিখোঁজের শঙ্কা রয়েছে। দুপুরে একটি বালুবাহী ট্রলার থেকে আরো ২ যাত্রী পদ্মায় পরে যায়। দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ৯ টা থেকে এ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচলও বিঘœ হলেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। মাঝ নদীতে যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ উঠেছে নোঙ্গর করা লঞ্চের শ্রমিকদের বিরুদ্ধে। যাত্রীদের সাথে র্দূব্যবহারের কয়েকটি ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে দোষীদের বিচার দাবি করেন কয়েকজন ভুক্তভোগী যাত্রীরা।
কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটের একাধিক সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটের পদ্মা উত্তাল হয়ে উঠে। গতকাল বুধবার সকাল সোয়া নয়টার দিকে শিমুলিয়া স্পীডবোট ঘাট থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটে আসার পথে মাঝ পদ্মায় ঢেউয়ের ধাক্কায় শামীম এন্টারপ্রাইজের একটি স্পীডবোট উল্টে যায়। এসময় শিমুলিয়া ঘাট থেকে ট্রলার ও স্পিডবোট গিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে বলে বিআইডবিøউটিএ দাবী করে।বিআইডবিøউটিএ ও স্পীডবোট ঘাট কর্তৃপক্ষ কোন যাত্রী নিখোঁজ নেই দাবি করলেও অন্যান্য নৌযানে পদ্মা পাড়ে থাকা যাত্রীরা ডুবে যাওয়া বোটের কয়েকজন যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে এ দূর্ঘটনার পর টনক নড়ে বিআইডবিøউটিএর। এর পরপরই বন্ধ করে দেয়া হয় এ রুটের লঞ্চ ও স্পীডবোট। ডাম্ব ফেরি বন্ধ রাখা হয়েছে। রো রো ও কেটাইপ ফেরিগুলোও চলছে সতর্কতার সাথে। এদিকে সকালে লঞ্চ পারাপার বন্ধ ঘোষণা করার পর চরে নোঙ্গর করতে বাধ্য হয় যাত্রী বোঝাই অন্তত ১০ -১৫ টি লঞ্চ.৪টি ফেরি। এ লঞ্চগুলোর মধ্যে ২ টি লঞ্চের শ্রমিকদের বিরুদ্ধে যাত্রীদের সাথে র্দূব্যবহার ও মারধরের অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী যাত্রী।
যাত্রী রাশেদুল ইসলাম বলেন, আমি সকাল ৯ টায় কাঠালবাড়ি থেকে লঞ্চে উঠি। লঞ্চটি মাঝ নদীতে গেলে ঢেউয়ের কবল থেকে বাঁচতে চরে আশ্রয় নেয়। এসময় আরো ১২-১৫ টি লঞ্চও ও ৪/৫ টি ফেরি চরে নোঙ্গর করে। যাত্রীরা ঘাটে ফেরৎ আসতে চাইলে কয়েকটি লঞ্চের শ্রমিকরা যাত্রীদের উপর হামলা চালায় ও চরম র্দূব্যবহার করে। ফেসবুকে অভিযুক্ত লঞ্চ অর্পনের কেরানী আঃ রশীদ নিজেকে নির্দোষ দাবী করে বলেন, জলহংস -৪ এর শ্রমিকদের সাথে যাত্রীদের মারামারি হয়েছে।
স্থানীয় এক যাত্রী নাম না প্রকাশ করার শর্তে বলেন, নদীতে প্রচন্ড ঢেউ ও ¯্রােত। তাই স্পীডবোট ডুবিতে সবাই উঠেছে বলে বিশ^াস হয় না। সেলিনা রহমান নামের এক যাত্রী বলেন, সকাল থেকেই লঞ্চ ও স্পীডবোট বন্ধ। ফেরি যা চলছে কোনভাবেই উঠতে পারছি না।
বিআইডবিøউটিএ কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ‘ঝড়ো বাতাস প্রবাহিত হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রয়েছে। এর মধ্যে একটি স্পিডবোট মাঝ পদ্মায় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। বিআইডবিøউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, সকালে স্পীডবোট ডুবির পর দুপুরে বালুবাহী ভলগেটের ২ যাত্রীও ঢেউয়ের তোড়ে পদ্মায় পড়ে যায়। পরে ফেরি থেকে দড়ি দিয়ে ওদের উঠানো হয়। যাত্রী চাপ সামাল দিতে ফেরি যানবাহন নিতে পারছে না। ঢেউয়ে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ