Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রæত সেবা প্রদানে সক্ষম জনপ্রশাসন তৈরি করছে সরকার

কনভেনশনে প্রতিমন্ত্রী ইসমাত

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০১ এএম

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণকে দ্রæত ও উন্নত সেবা প্রদানে সক্ষম জনপ্রশাসন তৈরিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
গতকাল বুধবার রাজধানীর বিয়ামে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত জাতীয় কাইজেন কনভেনশন অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের আশা-আঙখা বাস্তবায়ন করতে সরকার অত্যন্ত আন্তরিক। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সর্বমোট মানের ব্যবস্থাপনা মাধ্যমে জনসাধারণের সেবা উন্নত প্রকল্পের সমাপনী উপলক্ষে এই কনভেনশন আয়োজন করা হয়। লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম ও জাইকা বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র প্রতিনিধি কোজি মিতোমোরি। পরে, কর্মস্থলে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রী ৮ জন সরকারি কর্মকর্তাকে কাইজেন পুরস্কার প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ