Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ায় সোনার চাহিদা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১:১২ এএম

দাম কমায় এশিয়াতে সোনার চাহিদা বেড়েছে। বিশ্ববাজারে গত বৃহস্পতিবার স্পট সোনার দাম কমে প্রতি আউন্স এক হাজার ২৬০ ডলার হয়েছে, যা গত ১৯ ডিসেম্বরের পর থেকে সর্বনি¤œ। যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ছে-এমন আশঙ্কায় সোনার দাম কমেছে এবং ডলারের দাম বেড়ে ১১ মাসে সর্বোচ্চ হয়েছে। 

মুম্বাইভিত্তিক পাইকারি প্রতিষ্ঠান চেনাজি নারসিংজির মালিক অশোক জেইন বলেন, দাম কমায় সোনার চাহিদা কিছুটা বেড়েছে। তবে এখনও অনেকেই আরও দাম কমার অপেক্ষায় আছেন।
ভারতে গতকাল সোমবার ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ২৯ হাজার ৯৯০ রুপি। আর ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম ৩১ হাজার ৪৬০ রুপি। যা গত সপ্তাহের চেয়ে তিন শতাংশ কম। অপরদিকে সিঙ্গাপুরে গতকাল ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৩৭ দশমিক ৪৬ মার্কিন ডলারে, আর ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪০ দশমিক ৮৭ মার্কিন ডলার।
এদিকে মুম্বাইভিত্তিক একজন সোনা আমদানিকারক জানান, দাম আরও কমতে পারে এ চিন্তায় অনেক খুচরা প্রতিষ্ঠান এখন সোনা ক্রয় স্থগিত করেছে। ব্যবসায়ীদের ধারণা প্রতি আউন্স সোনার মূল্য এক হাজার ২৫০ ডলারে নেমে আসবে। ভারত ছাড়াও সোনার সবচেয়ে বড় ভোক্তা দেশ চীন, সিঙ্গাপুর এবং জাপানেও সোনার দাম কমেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ