Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের উচ্চ পদে রদবদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

পুলিশের উচ্চ পর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়, বদলি হওয়া ১১ কর্মকর্তার মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও নয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে- মহাপরিদর্শক (ডিআইজি) মো. লুৎফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, ডিআইজি (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ডিআইজি (চলতি দায়িত্বে) মো. তওফিক মাহবুব চৌধুরীকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), ডিআইজি (চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়কে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), ডিআইজি (চলতি দায়িত্বে) বশির আহম্মদকে পুলিশ সদরদপ্তরে, ডিআইজি (চলতি দায়িত্বে) হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, ডিআইজি (চলতি দায়িত্বে) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে, ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম হাফিজ আক্তারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), ডিআইজি (চলতি দায়িত্বে) ড. খ. মহিদ উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আবদুল বাতেনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ