পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনিত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাচন কার্যালয় থেকে বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট কামরল মনির। এ সময় মহানগর বিএনপি নেতাসহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর কামল মনির সাংবাদিকদের বলেন, ‘তিনি বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৮ জুলাই বুলবুলের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র দাখিল করবেন।
তিনি বলেন, ‘আমরা আশা করছি রাজশাহীতে ভোট সুষ্ঠু ও নিরোপেক্ষ হবে। তাহলে আমরা জিতবো ইনশাল্লাহ। এর আগে রোববার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রজ্জামান লিটনের পক্ষে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলী। আগামী ২৮ জুলাই খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।