Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচি নিরপেক্ষভাবে বিচার করুন

| প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০২ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসুচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, সর্বোচ্চ আদালতের প্রতি মানুষ তাকিয়ে আছে। আপনারা দয়া করে নিরপেক্ষভাবে বিচার করুন। সরকার চায় খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে। আর আপনারা (আদালত) সরকারের সেই ইচ্ছা বাস্তবায়ন করতে সহযোগিতা করেন তাহলে বিচার বিভাগের ওপর সারা দেশের মানুষের আস্থা থাকবে না। আইনজীবীদেরও আস্থা থাকবে না।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসুচিতে এসব কথা বলেন তিনি।
আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আরো বলেন, সারাদশের মানুষ জানে বেগম খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই। আর যে জাজমেন্ট হয়েছে সেটি বুঝতে হবে। সরকার প্রধান মিথ্যাভাবে বলে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছে। কিন্তু সেটি আদালতে প্রমাণ হয়নি। তাদের অভিযোগ খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন। সেটিও প্রমাণ হয়নি।
আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অমি আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা দয়া করে নিরপেক্ষভাবে বিচার করুন। অবস্থান কর্মসূচিতে বিএনপি সমর্থিত প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ