Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুয়েটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:১১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজী (আইএটি) আয়োজিত ‘রি-ইঞ্জিনিয়ারিং এন্ড আপগ্রেডেশন অফ টেকনোলজী ফর প্রডাক্ট ডাইভারসিফিকেশন এন্ড এনহেন্সমেন্ট অব এ´পোর্ট পটেনসি ইন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর’ শীর্ষক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ২৪ জুন ইনষ্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকৌশল ও শিল্প প্রতিষ্ঠানের (৩০ জন) মালিক, ব্যবস্থাপক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রকৌশলী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইএটিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন।
কর্মশালায় হাল্কা প্রকৌশল বিষয়ে তাত্তি¡ক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। এ ছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেরিন স্ট্রাকচার ল্যাবরেটরী ও ইঈঝওজ এর ঈঘঈ ল্যাবরেটরীতে ঐধহফ-ড়হ-ঃৎধরহরহম এর ব্যবস্থা রাখা আছে। কর্মশালা সফলভাবে সম্পন্ন করে অংশগ্রহণকারীরা হাল্কা প্রকৌশল সেক্টরে নতুন পণ্য উৎপাদন এবং প্রচলিত পণ্যের মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পরবে যা ভবিষ্যতে দেশের রপ্তানী খাতে অবদান রাখবে। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ও আই.এ.টি-র পরিচালক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়ক ড. ইফতেখার আহমদ খান স্বাগত বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ