পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর পুরানা পল্টনের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে আল-আমিন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পল্টন থানার এসআই মো. ইব্রাহিম খলিলউল্লাহ দৈনিক ইনকিলাবকে জানান, আল-আমিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য কোনো বিষয় আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ফকিরাপুল কোমর গলি এলাকায় একটি ছাপা কারখানায় চাকরি করতো। কেন সে এখানে এল এবং হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।