Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেনে সেরা ১০ কোম্পানি

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৯:৪৮ পিএম


অর্থনৈতিক রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ২৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৫৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ২০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৩৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি টাকা। টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়স্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি এবং উসমানিয়া গøাস শিট ফেক্টরি লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ