পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ১৮ বছরের আগে কাউকে ক্রেডিট দেয়া যাবে না বলে বয়সের শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০ জুন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রাইমারি কার্ড পেতে একজন গ্রাহককে ১৮ বা তার বেশি বয়স হতে হবে। এছাড়া সাপ্লিমেন্টারি কার্ডের জন্যও একই বয়স প্রযোজ্য। তবে প্রিন্সিপাল কার্ডহোল্ডারদের ওপর সরাসরি নির্ভরশীল এমন সাপ্লিমেন্টারি কার্ডের জন্য বয়স কিছুটা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ১৬ বছরের ছাত্র-ছাত্রীদের জন্য সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার উপযোগী হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।