Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ নতুন বিচারপতি রোববার থেকে এজলাসে বসবেন

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হাইকোর্টের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। স¤প্রতি নিয়োগ পাওয়া ১৮ বিচারপতিসহ হাইকোর্টের বিচারকদের নিয়ে বেঞ্চগুলো গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে বেঞ্চগুলো এজলাসে বসে মামলার শুনানি করবেন। স¤প্রতি নিয়োগ পাওয়া ১৮ বিচারপতিও ওইদিন থেকে এজলাসে বসে বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করবেন।
এর আগে গত বুধবার এখতিয়ার নির্ধারন করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বেঞ্চগুলো গঠন করেন। চলতি অবকাশ শেষে ২৪ জুন সুপ্রিম কোর্ট খুলছে। সেদিন থেকে পুনর্গঠিত এসব বেঞ্চের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পুনর্গঠন করা ৫৮টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ, গত ৩০ মে ১৮ জনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ। তারা শপথও গ্রহণ করেছেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট ১৮ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন।
নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোঃ আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আবদুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ