Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্টাপাল্টা ফল হচ্ছে : প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবারের রাশিয়া বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি খেলা দেখছি। তবে এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে।’
গতকাল রাতে গণভবনে এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রত্যেক নারী ক্রিকেটারকে ১১ লাখ টাকার চেক এবং বিশেষ নৈপুণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
নারী ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে। পরাজয়ে হতাশা নয় বরং নতুন করে জয়ের প্রতিজ্ঞা নিতে হবে। ক্রিকেট খেলায় একসময় মেয়েদের পাওয়া কঠিন ছিল, খেলোয়াড় পাওয়া যেত না। রক্ষণশীল সমাজ নানাদিক থেকে বাধা ছিল। আশার কথা হচ্ছে, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ