পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডাসহ তিন থানার ওসি রদবদল হয়েছে। মঙ্গলবার রাতে ডিএমপির সদর দফতরের এক আদেশে ওয়ারী, বাড্ডা ও যাত্রাবাড়ী থানার ওসিদের রদবদল করা হয়।
ডিএমপি সূত্র জানায়, বদলির আদেশে ওয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে বাড্ডা থানার, বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে যাত্রাবাড়ী থানার এবং যাত্রাবাড়ী থানার ওসি মো. আজিজুর রহমানকে ওয়ারী থানার ওসি হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
সূত্র জানায়, গত শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী খুনের ঘটনার জের ধরে বাড্ডা এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করতে যায়। ওই মামলায় সন্দেহভাজন দুই আসামী ছাড়াও দুইজন আওয়ামী লীগ নেতার নাম দেয়া হয়। মামলাটি প্রথমে পুলিশ গ্রহণ করতে অস্বীকার করলেও পরে মামলা নেয়। এরপরে থানার ওসি রদবদল করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।