Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিপুত্রের গাড়িচাপায় রাজধানীতে পথচারী নিহত

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর মহাখালীতে এক সংসদ সদস্যের পুত্রের গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সেলিম ব্যাপারী (৪৫)। তিনি মহাখালীর ডিওএইচএস এলাকার এক ব্যক্তির গাড়িচালক। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের বনানী প্রান্তে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির মালিক নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর স্ত্রী। তার ছেলে সাতফ ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন। বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৫৫ নম্বর প্লেটের ‘অডি’ ব্র্যান্ডের গাড়িটি নোয়াখালি-৪ এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলির নামে রেজিস্ট্রেশন করা।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে শামীম হোসেন নামে এক গাড়ি চালক সাংবাদিকদের জানান, তার সামনে একটি জিপ গাড়ি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যেতে থাকে। তিনি গাড়িটি অনুসরণ করেন। গাড়িটি তেজগাঁর এলেনবাড়ীর সংসদ সদস্যদের কোয়ার্টারে ঢুকে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, জিপ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৭৩৫৫ । এই গাড়িটির মালিক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ঘটনার সময় তার ছেলে সাতফ গাড়িটি চালাচ্ছিলেন।
কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, রাতে নিজের প্রতিষ্ঠানের গাড়ি জমা দিয়ে উত্তরখানের বাসায় ফিরতে বাসে উঠতে মহাখালীতে অপেক্ষা করছিলেন সেলিম। ওই সময় একটি গাড়ি তাকে চাপা দেয়।
ক্যান্টনমেন্ট থানার এসআই নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মহাখালীতে বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়। নিহতের জামাতা আরিফ ভূঁইয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। নিহতেরে পরিবার সূত্রে জানা গেছে, এরই মধ্যে সংসদ সদস্যের পরিবার থেকে বিষয়টি মীমাংসা করতে নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। নিহতের পরিবারকে এ বিষয় অভিযোগ করতে নিষেধ করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ