Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইতিবাচক ধারায় পুঁজিবাজার

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। গতকাল বুধবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৫০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ১৮ লাখ টাকা বেশি। হাতবদল হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১ কোটি ৯৮ লাখ টাকা বেড়ে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ