Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারবহির্ভূত কর্মকান্ড বন্ধে ব্যবস্থা নিন

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রাদ আল হুসেইন সোমবার মানবাধিকার বিষয়ে আরও সক্রিয় হওয়ার জন্য বাংলাদেশ সরকারে প্রতি আহŸান জানিয়েছেন। হিউম্যান রাইটস কাউন্সিলের ৩৮তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “আমি সরকারকে আরও সক্রিয় হওয়ার আহŸান জানাই। বিশেষ করে নাগরিক সমাজের ক্ষেত্র সঙ্কুচিত হয়ে যাওয়া ঠেকাতে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচার-বহির্ভূত কর্মকান্ডের যে অভিযোগ রয়েছে, সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া দরকার”।
রোহিঙ্গাদের যে যে মানবাধিকার সহায়তা দেয়া হচ্ছে, সেটার প্রশংসা করে জাইদ রাদ আল হুসেইন বলেন, বাংলাদেশের ভেতরেও এই সহায়তা থাকতে হবে। বাংলাদেশের উদ্ভূত অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সেখানে সফরের জন্য দশটিরও বেশি উচ্চ পর্যায়ের অনুরোধ তাদের কাছে এসেছে বলেও জানান তিনি।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধভাবে ব্যাপক মাত্রায় যে নির্যাতন চালানো হয়েছে, সেগুলোর তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় মিয়ানমারের নিন্দাও জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি এটাও জোর দিয়ে বলেন যে, নির্ধারিত জায়গাগুলোতে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থা না করে কোনভাবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা উচিত হবে না। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ