পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বি এম হান্নান, চাঁদপুর থেকে : বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান (আইজিপি) হিসেবে চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ জাবেদ পাটওয়ারী নিযুক্ত হবার পর এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন এই জেলার আরেক কৃতি সন্তান লে. জেনারেল আজিজ আহমেদ। এর আগে আরেকজন আইজিপি পেলেও এই প্রথম চাঁদপুরের কোনো কৃতি সন্তান সেনা প্রধান নিযুক্ত হলেন। দেশের সামরিক ও বেসামরিক দু’টি প্রধান বাহিনীর প্রধান হিসেবে চাঁদপুরের দু’জন কৃতি সন্তান নিযুক্ত হওয়ায় জেলাবাসী আনন্দে উদ্বেলিত ও উল্লসিত। সারা জেলায় গত দু’দিন ধরে প্রধান আলোচ্য বিষয় ‘দুই বাহিনীর প্রধান এখন চাঁদপুরের সন্তান’। সরকারি দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্র্থক, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের মধ্যে এ নিয়ে আনন্দের বন্যা লক্ষ্য করা যাচ্ছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওছমান গনি পাটওয়ারী বলেন, দেশপ্রেম, মেধা, যোগ্যতা ও সততার স্বীকৃতিস্বরূপ লে. জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছেন। তার এই নিয়োগে চাঁদপুরের সর্বস্তরের মানুষ আনন্দিত, গর্বিত ও উচ্চসিত।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, এটি চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। যদিও তারা দু’জনেই স্বমহিমায় উজ্জ্বল। আমি তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তি জীবনের সার্বিক সফলতা কামনা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় তারা দেশসেবায় অবদান রাখবেন এই প্রত্যাশা করি।
নতুুন সেনাপ্রধান লে. জেনারেল আজিজ আহমেদের বর্ণিল ক্যারিয়ার :
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হতে যাচ্ছেন বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ২৬ জুন। উল্লেখ্য, বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন ২০১৮ তারিখে তার নির্ধারিত মেয়াদকাল পূর্ণ করার পর অবসরে গমন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।