Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সউদী থেকে নারী কর্মী দেশে ফেরা অব্যাহত

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সউদী আরব থেকে অভিবাসী নারী কর্মীদের খালি হাতে দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সউদী আরবের সফর জেল থেকে ৪৩ জন নারী কর্মী দেশে ফিরেছে। কর্মস্থলে নিরাপত্তার অভাব এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে অনেকেই পালিয়ে সফর জেলে গিয়ে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ তিন মাস ছয় মাস কাজ করে দেশে ফিরতে চাইলে তাদেরকে কোনো বেতন দেয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠছে। রিয়াদ থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছে এসব নারী কর্মীদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। গত জানুয়ারী থেকে এ যাবত প্রায় দেড় হাজার নারী কর্মী দেশে ফিরেছে। সউদী থেকে নারী কর্মী কর্মীদের ফেরত আসার সংখ্যা কমাতে না পারলে দেশটিতে জনশক্তি রফতানিতে বিরুপ প্রভাব পড়তে পারে। নারী কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সি’র একজন স্বত্বাধিকারী এ অভিমত ব্যক্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সউদী আরবে বিভিন্ন নিয়োগকর্তার কর্মস্থলে নিরাপত্তার অভাবে বিপুল সংখ্যক নারী কর্মী পালিয়ে দূতাবাসের সেইফ হোমে ও সউদী সফর জেলে আশ্রয় নিচ্ছে। সউদী নিয়োগকর্তারা এসব নারী কর্মীদের ঠিকমতো বেতন-ভাতা পরিশোধ এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করেনি বলে অভিযোগ উঠছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় নির্যাতনের শিকার নারী কর্মীরা সউদী আরব থেকে দেশে ফিরছে। নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। বিএমইটি’র মাধ্যমে ছাড়পত্র নিয়ে বৈধভাবে সউদী গিয়ে নানা অভিযোগে নারী কর্মীদের অভিবাবকদের কেউ কেউ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলাও দায়ের করছে। এতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি’র স্বত্বাধিকারী চরম হয়রানির শিকার হচ্ছে। ফকিরাপুলস্থ একটি রিক্রুটিং এজেন্সি’র স্বত্বাধিকারী এতথ্য জানান।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্র্তৃপক্ষ সেইফ হোমে আশ্রিত নারী কর্মীদের দেখভাল করতে এবং দেশে ফেরত পাঠাতে হিমসিম খাচ্ছে। সউদীতে বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে ও সউদী ইমিগ্রেশন জেলে আশ্রিত নারী কর্মীদের অনেকেই নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ নারী কর্মীদের এসব সমস্যার বিষয় সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে একাধিক লিখিত প্রস্তাব দিয়েছে।
‘নারী কর্মী ফেরত আসা সমস্যা নয়’
সউদী আরবে মোট নারী কর্মীর সংখ্যা দুই লাখের মতো। সেখান থেকে মাত্র চার হাজার নারী কর্মী নির্যাতিত হয়ে ফেরত আসা বড় সমস্যা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজীবুর রহমান।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সউদী প্রবাসী শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তবে আগামীতে যাতে কোনো নারী কর্মী এরকম নির্যাতিত হয়ে ফেরত না আসে। এ বিষয়ে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী ও নারী শ্রমিকদের সমস্যা-সম্ভাবনার কথা শোনেন তিনি। সউদী থেকে নাটোরের নীলুফা ইয়াসমীন , শাহিনা পারভীন ও আব্দুস শহীদ নামে এক প্রবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ