Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাঁকা কাঁচাবাজারে দাম ঊর্ধ্বমুখী

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঈদের পর রাজধানীর সড়কগুলোর মতো কাঁচাবাজারেও ঢিলেঢালা ভাব। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাও কম। সবমিলে এখনও প্রাণ পায়নি রাজধানীর কাঁচাবাজার। তবে ঢিলেঢালা ভাব হলেও দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের ভাবনা চলতি সপ্তাহ জুড়ে থাকতে পারে এমন অচলাবস্থা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে কথা হয় ব্যবসায়ী আলমগীরের সঙ্গে। তিনি জানান, নতুন সবজি তুলেছেন আজ, তবে বেচা-বিক্রি তেমন নেই। গত সোমবার আরও খারাপ অবস্থা ছিল। আড়তে বা পাইকারী বাজারে মালের অভাব নেই। বাজারে ক্রেতা কম হলেও ঈদের পরদিন থেকে রাজধানীতে সবজি আসতে শুরু করেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮ টাকা এবং বি আর ২৮ ৫০-৫২ টাকা। প্রতিবছর রোজার ঈদের পর মাংসের বাজার অস্থিরতা দেখা গেলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। গরুর মাংস প্রতি কেজি এখনও ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে সেখানেও তেমন ক্রেতা নেই। একই বাজারের মাছ বিক্রেতা হানিফ জানান, সকাল থেকে খারাপ অবস্থা। দুপুরে দোকান পলিথিনে মোড়াবো। আর ক্রেতাদের মতে, অধিকাংশ মাছের দামই নাগালের মধ্যে।
মকবুল আহমেদ নামে একজন জানান, ১ কেজি ওজনের ইলিশ কিনেছেন ৮ শ’ টাকায়। মামুন নামে আরেক ক্রেতা বড় আকৃতির দুটি ইলিশ কিনেছেন ২৪ শ’ টাকায়। তার মতে একই সাইজের প্রতিটি ইলিশ ঈদের আগে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ কিনে খুশিমনে বাড়ি ফিরেছেন অনেকে।
খুচরা মাছ ব্যবসায়ীরা জানান, ১ জোড়া মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১২শ’ টাকায়। এছাড়া প্রতি কেজি বড় সাইজের গলদা চিংড়ি বিক্রি করছেন ১ হাজার টাকায়, মাঝারি সাইজ ৮০০ টাকা ও ছোট সাইজ ৫৫০-৬৫০ টাকা।
প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বন্যার কারণে শাকের দাম বাড়ার পর থেকে এখন পর্যন্ত আর কমেনি। দেশি পেঁয়াজের দামও অপরিবর্তিত। কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম।
গতকাল সবজির বাজারে প্রতি কেজি চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাঁজর ৫০-৬০, আলু ২৫ টাকা এবং বরবটি ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৩৫-৪০ টাকা, জালি কুমড়া ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, প্রায় সব সবজির দামই গত কয়েক সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা করে বেড়েছে।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ