Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমই ঋণে সুদ কমানোর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ ও আমানতে সুদের হারের মধ্যে ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশের মধ্যে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে এসএমই ঋণও অন্তর্ভুক্ত হবে। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হারও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদহারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। এতদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের গড়ভারিত সুদহারের ব্যবধান ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল। কিন্তু সা¤প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে স্প্রেড ৪ শতাংশের মধ্যে নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নির্দেশনা জারির পর ব্যাংকারদের মধ্যে স্প্রেড হিসাবায়নে এসএমই খাতের ঋণও অন্তর্ভুক্ত হবে কিনা, সে বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক লক্ষ করেছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন সার্কুলারে বলা হয়েছে, ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ব্যতীত অন্যান্য ঋণের সঙ্গে এসএমই ঋণের সুদহারও হিসাবায়ন করে স্প্রেডের হার ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ