পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : প্রধানমন্ত্রীর বৃত্তি তহবিল, সেনাবাহিনী চিকিৎসা সহায়ক প্রকল্প তহবিল, সেনাবাহিনী দুঃস্থ ভাতা তহবিল এবং অনকোলজি সেন্টার তহবিলের স্থায়ী বা সঞ্চয়ী আমানতে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে। আয়কর অব্যাহতির এ সুবিধা ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। যা ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
এনবিআরের আদেশ সূত্রে জানা যায়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার পাঁচ বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর কর্তৃক পরিচালিত সেনাবাহিনী চিকিৎসা সহায়ক প্রকল্প তহবিল, প্রধানমন্ত্রীর বৃত্তি তহবিল, সেনাবাহিনী দুঃস্থ ভাতা তহবিল এবং অনকোলজি সেন্টার তহবিলের স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদে আরোপণীয় আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো। তবে এক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। শর্তগুলো হলো-আয়কর আইনের অধীনে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। যা ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।