Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেল বসুন্ধরা পেপার

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদ। এর ফলে এখন পুঁজিবাজারে লেনদেন শুরুর অপেক্ষায় প্রতিষ্ঠানটি। গত সোমবার বিকেলে পর্ষদের বিশেষ সভায় তালিকাভুক্তির এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন।
গত ৩০ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে বসুন্ধরা পেপারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারির ড্র অনুষ্ঠিত হয়। আইপিওতে আবেদনকারী সাধারণ, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং প্রবাসী বিনিয়োগকারীদের কোটা অনুযায়ী শেয়ার বরাদ্দের জন্য ওই ড্র হয়। এতে মোট এক কোটি চার লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
তারও আগে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বসুন্ধরা পেপার মিলসের আইপিও’র জন্য আবেদন করেন বিনিয়োগকারীরা। এতে বসুন্ধরা গ্রæপের একটি শেয়ারের লট পেতে নয় গুণের বেশি আবেদন জমা পড়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ