পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আর্ন্তাতিক বিমানবন্দরে ২১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান,শাহজালাল বিমানবন্দরে রোববার দুপুরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। ১০০টি কার্টনে এসব সিগারেট পাওয়া যায়। শ্রীলঙ্কা থেকে আসা ইউএল ১৯১ ফ্লাইটের দুটি ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে মালিকবিহীন অবস্থায় শুল্ক গোয়েন্দা আটক করে। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ককরসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এর আগে অপর অভিযানে শনিবার রাতে কুয়েত থেকে আসা বিমানের তিনটি লাগেজে আমদানি নিষিদ্ধ ২৩৮ কার্টুনে ৪৭ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এগুলো মালিকবিহীন অবস্থায় ট্যাগ নাম্বারসহ ডিএম করা হয়। জব্দকৃত সিগারেটগুলো ডানহিল, ৩০৩ ও মন্ড ব্রান্ডের। শুল্ককরসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা আরো জানায়, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কিকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্য এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।