Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থামছে না মৃত্যুর মিছিল

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রতিনিয়ত দুর্ঘটনায় মারা যাচ্ছে বাসযাত্রীসহ সাধারণ পথচারীরা। কিছুতেই যেন মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু সাধারণ মানুষের কাছে যেন কপালের লিখন । দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। গত ৭২ ঘন্টায় বিভিন্ন জেলায় ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঈদের দিন রংপুরে ২, ফেনী ২, নওগাঁয় ১, রূপগঞ্জে ৫, বরুড়ায় ১, ওসমানীনগরে ১জনসহ ১৩ জন, ঈদের পরের দিন সৈয়দপুরে ৯, নোয়াখালীতে ৩, টাঙ্গাইলে ৩, ঠাকুরগাঁওয়ে ২, আশুলিয়ায় ১, পাবনায় ১ ও ওসমানীনগরে ১ জনসহ ১৯ জন নিহত হয়েছেন। গতকাল শেরপুর, সাতকানিয়া ও টেকনাফ, মাগুরা, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন । আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
নোয়াখালী ব্যুরো জানায়, নোয়ায়াখালীর সোনাইমুড়ী - ঢাকা সড়কের রামপুর এলাকায় গত রোববার সকালে ১০টার দিকে ঢাকা থেকে সোনাপুরগামী যাত্রীবাহী বাস হিমাচল এক্সপ্রেসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনাস্থলে ৩জন নিহত হয়। সংঘর্ষে দুইজন আহত হয়েছে। সোনাইমুড়ী থানা পুলিশ হিমাচল এক্সপ্রেস ঢাকা -মেট্রো-ব-১৪-৭৯৯১ বাসটি আটক করে। ড্রাইভার পলাতক রয়েছে। এব্যাপারে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
রংপুর জেলা সংবাদদাতা জানান, রংপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। পুলিশ জানায়, ঈদের দিন সকালে সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজের পাশে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হারুন অর রশিদ (৪০) নামে এক যাত্রী মারা যান। এতে দুইজন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকাল ১০টার দিকে রংপুর মহানগরীর হাজিরহাটে রংপুর-দিনাজপুর মহাসড়কে ঢাকা কোচ আবু হেনা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১১-৭২৩৪) রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতোয়ালী থানা পুলিশের এসআই আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ণের সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ (৪২) মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা গেছেন। নিহতের মামা সাংবাদিক জি.এইচ হান্নান শ্রমিক নেতা হারুনের মৃত্যু র বিষয়টি নিশ্চিত করেছেন
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর পতœীতলায় যাত্রীবাহী বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল হোসেন নামে একজন আহত হয়েছেন। ঈদের দিন সকালে সকাল ১০টার দিকে উপজেলার বাঁকরইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বনগ্রামের মৃত তকিমুদ্দিনের ছেলে। পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞায় বাসচাপায় দুই মুসল্লি নিহত হয়েছেন। ঈদের দিন সকালে পৌর শহরের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মমিনুলের ছেলে মো. জাহিদ ও অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী ক্ল্যাসিক পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঈদের জামাতের জন্য অপেক্ষারতদের চাপা দেয়। এতে অজ্ঞাতনামা একজন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আহতদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল এলাকায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, ঠাকুরগাঁও শহরে বাসের চাপায় গত রোববার মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। নিহতরা হলেন– সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার। ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাতকানিয়া উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম শামীম আহমেদ (৫০)। আজ সোমবার সকাল নয়টার দিকে সাতকানিয়া উপজেলার মিঠাদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া সংবাদদাতা জানান, সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অপর এক বাসের হেলপার (সহকারী) নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম রায়হান মিয়া (২০)। নিহত রায়হান পাবনা জেলার বেড়া থানার জগন্নাথপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ি উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়িতে তিনদিনের সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ৪০জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত তিন নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার (১৬জুন) থেকে গতকাল সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনাগুলো ঘটেছে।
টেকনাফ উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে জিপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হোয়াইক্যং শামলাপুর আঞ্চলিক সড়কের ফরেষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। নিহত ওই সিএনজি চালকের নাম ধলা মিয়া। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টাফ রির্পোটার, পাবনা থেকে জানান, পাবনার আতাইকুলা থানা এলাকার পাবনা-ঢাকা মহা সড়কে বাস চাপায় এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। আতাইকুলা বাজারে ঈদের পরদিন এই ঘটনা ঘটে। মজির উদ্দিন (৭৫) সকাল ৯টার দিকে আতাইকুলা বাজারের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান । নিহত মজির উদ্দিন পশ্চিম আতাইকুলা গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র। পুলিশ বাসটি আটক করেছে। ড্রাইভার ও সুপারভাইজার ও হেলপার পলাতক।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ১৩ জন। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে। গত রবিবার দিবাগত রাত আনুমানিক পৌণে ১০ টায় সৈয়দপুর- নীলফামারী বাইপাস সড়কে ধলাগাছ মোড়ের কাছে আহ্মেদ প্লাইউড কারখানার ইউনিট- ২ এর সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুবকদের বহনকারী একটি পিকআপ ভ্যান রাত আনুমানিক পৌণে ১০ টার দিকে সৈয়দপুর - নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ মোড়ের কাছে আহ্মেদ প্লাইউড কারখানার ইউনিট - ২ এর সামনে পৌঁছে। এ সময় পিছন থেকে একটি দ্রæতগামী নৈশ কোচ পিকআপটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নৈশকোচের ধাক্কায় পিকআপটির বডি পেছনের ডানদিকের অংশ দুমড়ে মুচড়ে একটি ডালা (অংশ) খুলে পড়ে। এ সময় নৈশ কোচের ধাক্কায় নিচে পড়ে তার চাকায় পিষ্ট হয়ে পিকআপ ভ্যানে থাকা ৮ জন যুবক ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা-ঘাগড়া সড়কের বেড়াইল নামক স্থানে গত রোববার দুপুরের দিকে অটোরিকশার ধাক্কায় সালমা আক্তার নামক পাচঁ বছরের এক শিশু নিহত হয়েছে। পূর্বধলা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে জানান, মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, সোমবার দুপুরে স্তী ও শিশু কণ্যাকে নিয়ে আড়পাড়া বাজার থেকে ভ্যানযোগে শতখালী যাওয়ার সময় একটি অটো রিক্সার সাথে ধাক্কা লেগে তাদের ভ্যান রাস্তার উপর উল্টে পড়ে। এ সময় অপরদিক থেকে আসা দ্রæতগামী সোহাগ পরিবহনের একটি বাস চাপা দিলে তাদের মৃত্যু হয়। অপরদিকে একই দিনে সকাল ৭ টার দিকে শ্রীপুর উপজেলার গোয়ালদাহ এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশির অধিকারি ও মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর এলাকায় মোটর সাইকেলের আঘাতে সাইকেল আরোহী সোহরাব(৬০) নিহত হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চার জন। গত ১৬ জুন উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াবোতে ১ জন, আউখাবোতে ২ জন, বরাবোতে ১ জন ও পুর্বাচল ৩০০ ফুট সড়কের ভোলানাথপুরে ১ জন নিহত হন।
নিহতরা হলো, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সালজানা এলাকার সুনিল হালদারের ছেলে সমীর হালদার (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী এলাকার সোহরাব উদ্দিনের মেয়ে গার্মেন্টস কর্মী ফারজানা আক্তার (২০), আমেনা বেগম (২৫), রূপগঞ্জ উপজেলা আড়িয়াবো এলাকার আমির হোসেন ভান্ডারির দুই বছর বয়সের শিশু সারামনি ও (অজ্ঞাত ৩০) এক যুবক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
অপর দিকে, টাঙ্গাইলে ঈদের দিন স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমি আক্তার (২০) নামে এ গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের বৈল্যা নামক স্থানে মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত সুমি আক্তার টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার জুয়েল রানার স্ত্রী। এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে বাসচাপায় দীপঙ্কর বণিক (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপূর্ব পোদ্দার (২০) নামে অপর এক যুবক। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা আশ্রায়ন প্রকল্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ভূপতি বণিকের ছেলে। সে এ বছর একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।
বরুড়া উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়া পৌর এলাকার বেলভুজ গ্রামের মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনন্দ ইন্টারন্যাশনাল ঢাকা এর স্বত্বাধিকারী বরুড়ার আলোচিত ব্যক্তিত্ব বকতেয়ার হোসেন জুয়েল মোল্লা (৪০) শনিবার রাতে আনুমানিক ৪ ঘটিকার সময় কুমিল্লা-বরুড়া সড়কের সাইলচোঁ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার ব্যবহৃত প্লাডো গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। ।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন অনেকে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রীর প্রাণ। ঈদের দিন বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নাজিরবাজার আহমদনগর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় লুঙ্গি ও গেঞ্জি পরিহিত উক্ত যুবক (২১) ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে তামাবিল হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে রোববার সকালে ওসমানীনগর উপজেলার একই এলাকা কুরুয়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও এক অজ্ঞাত যুবক আহত হয়েছেন। নিহত মহিলার নাম রিজিয়া বেগম (২৭)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আব্দুর রহমানের কন্যা।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঈদের দিনসহ সোমবার দুপুর পর্যন্ত মটরসাইকেল দুর্ঘটনায় এই তিন জন প্রাণ হারান। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সাহাবুদ্দিন মিয়া (১৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর এলাকার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত সাহাবুদ্দিন উপজেলার বীরপাশা এলাকার নাজু মিয়ার ছেলে। সে উপজেলার বিভিন্ন এলাকায় রিকসা চালাতেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ