Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল -পুলিশ কমিশনার

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন।
গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন কমিশনার।
কমিশনার বলেন, আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিয়েছিলাম বিশেষ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরবাসী নিরাপদে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছেড়েছেন। ঈদের ছুটিটা আমাদের কাছে চ্যালেঞ্চ ছিল। ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সে জন্য আমরা সিকিউরিটি গার্ডদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছি। সেই সঙ্গে থানা পুলিশের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।
কমিশনার বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা করেছি। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? মানুষের নিরাপত্তা দেয়া এবং সমাজের শৃঙ্খলা রক্ষা করাও বড় ধরনের ইবাদত।
সবাইকে ঈদের শুচ্ছেছা জানিয়ে কমিশনার বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি। শুধু ঢাকা সিটিতে নয়, সারাদেশে উল্লেখযোগ্য বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। আমাদের দায়িত্বে কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। ভবিষ্যতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। পেশাদারিত্বের সঙ্গে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সবাইকে ধন্যবাদ দেন ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, ঈদের সময় ট্রাফিক বিভাগকে বিশেষভাবে বলা হয় যে, কোনো অবস্থাতে মোটরসাইকেলে তিনজন চড়তে পারবে না। এমন কাউকে দেখলে ব্যবস্থ নিতে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের এ উদ্যোগ। আমরা যারা ঈদে ছুটিতে যায়নি তারা একটু বেশি পরিশ্রম করে বাকি দিনগুলোতে বেশি নিরাপত্তা দিতে হবে।


কুলসুম নওয়াজকে ফুল পাঠিয়ে আরোগ্য কামনা বিলাওয়ালের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো মুসলিম লীগের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পতœী অসুস্থ কুসুম নওয়াজের জন্য হাসপাতালে ফুলের তোড়া পাঠিয়েছেন। বর্তমানে বিলাওয়াল ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করছেন। তিনি কুলসুম নওয়াজের দ্রæত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, বিলাওয়াল ভুট্টো নিজেই লন্ডন হাসপাতালে গিয়ে কুলসুম নওয়াজকে ফুল দেন। পিপিপি চেয়ারম্যানের গত সন্ধ্যায় পাকিস্তানে ফিরার কথা রয়েছে।
গত ১৪ জুন কুলসুম নওয়াজের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।
কুলসুম নওয়াজের মেয়ে মারিয়াম নওয়াজ টুইটার বার্তায় তার মায়ের আকস্মিক হার্ট অ্যাটাকের কথা জানিয়েছেন। তিনি অসুস্থ মায়ের জন্য সবার কাছ দোয়া চেয়েছেন। ১৪ জুনের পর থেকে কুলসুম নওয়াজ জ্ঞান ফিরে পান নি বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ