পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জনগণের ভোটের অধিকার নিশ্চিত এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে সংবিধান সংশোধন করে তত্ত¡াবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ঈদের দিন কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ দাবি জানান।
সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরী বলেন, জনগণ ভোটের অধিকার হারিয়েছে; মানুষ সে অধিকার ফিরিয়ে দেয়া উচিত। এজন্যই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকার বা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের সুযোগ করে দিতে হবে। এটা এখন জনগণের প্রধান দাবি। তিনি বলেন, সরকার যদি একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায়, তবে তত্ত¡াবধায়ক কিংবা জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই।
বিকল্পধারার সভাপতি বলেন, মন্ত্রীরা সংবিধানের দোহাই দিয়ে তত্ত¡াবধায়ক সরকারের দাবিকে বাতিল করে দিতে চাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু তাঁরা এটা ভালো করেই জানেন যে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকার গঠনের সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের উপনেতা ছিলেন। তখন এক রাতের মধ্যেই সংসদে তত্ত¡াবধায়ক সরকারের বিলটি পাস হয়। পরের চার মাসের মধ্যে ওই সরকারের অধীনে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। তবে আওয়ামী লীগ কেন এখন এক মাসের মধ্যে সংবিধান সংশোধন করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারবে না? এটা রহস্যজনক। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।