Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তের দাবি পরিবারের খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা

সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদকে (৫২) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার ও স্বজনেরা। তারা বলছেন, এ মৃত্যু রহস্যজনক। তাকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও তার স্বজনরা এ অভিযোগ করেন। গত ১৪ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার লাশ পাওয়া যায়। জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরই মধ্যে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
নিহত সুমন জাহিদের ভায়রা বুলবুল জানান, তাকে ইতোপূর্বে বেশ কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়। ঘটনার দিন সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। শহীদ সাংবাদিক সিরাজউদ্দিনের ছেলে তৌহিদ রেজা নূর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলারও সাক্ষী ছিলেন তিনি। স্বজনরা বলেন, সুমন জাহিদ অত্যন্ত সাবধানী একজন মানুষ ছিলেন। আত্মহত্যা করার প্রশ্নই ওঠে না। বাসা থেকে বের হলে মোটরসাইকেল নিয়েই বের হতেন তিনি। বৃহস্পতিবার কেন তিনি মোটরসাইকেল নিয়ে বের হননি-তা এখনও বোধগম্য নয়। ট্রেনে কাটা পড়লে শরীর থেকে মাথা এতো সুন্দরভাবে বিচ্ছিন্ন হয় না, গলা ছিন্ন-ভিন্ন হয়ে যেতো। যখন মাথাটিকে শরীরের সঙ্গে লাগানো হয়েছে তখন স্পষ্ট বোঝা গেছে। মনে হয়েছে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহতের শরীর, মাথা পিট ও মুখে আঘাত রয়েছে। শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন। মৃত্যুর আগে তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল কি-না তা জানতেই ভিসেরা সংগ্রহ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ