Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিন -এম.এ রকিব এডভোকেট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৮, ৭:২৯ পিএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, ২০ দলীয় জোটের শীর্ষনেতা মাওলানা আব্দুর রকিব এডভোকেট এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে এবং জনমতকে মূল্যায়ন করে অবিলম্বে সু-চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সুযোগ প্রদান করার লক্ষ্যে প্যারোলে মুক্তি প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন।
এডভোকেট রকিব বিবৃতিতে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সর্বোচ্চ আদালত হতে জামিন লাভ করার পরও দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট অহেতুক মিথ্যা মামলায় জড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি পরিত্যাক্ত ভবনকে জেল ঘোষণা দিয়ে অমানবিকভাবে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আশংকাজনক পরিস্থিতিতে জাতি আজ উদ্বিগ্ন।
প্রধানমন্ত্রীর সৎ ইচ্ছা ও হস্তক্ষেপ ব্যতীত বেগম জিয়ার মুক্তির সম্ভব নয় বিবেচনায় মাওলানা রকিব এডভোকেট দেশের একজন জনপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীকে আশু মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন এবং বেগম জিয়াকে কাল ক্ষেপন না করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য জোর দাবী জানান।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৮ জুন, ২০১৮, ১০:৫৩ পিএম says : 0
    নেজামে ইসলাম পার্টি, এটা পাকিস্তান আমলের একটি দল তখনও এই দলের তেমন একটা প্রতাপ ছিল না। এখন এর প্রতাপ কয়েকজনের মধ্যেই সীমা বধ্য তাইনা?? তারপরও দলের চেয়ারম্যান খুবই সুন্দর ভাষায় বিনিত ভাবে একজন শিক্ষিত লোকের মত করেই তার বক্তব্য প্রধানমন্ত্রীর বরাবর তুলে ধরেছেন এটা মানতেই হবে। তার এই দাবী মানতে হলে প্রথমেই দেখতে হবে তার দলে দেশের কত ভাগ লোক জড়িত এবং তার এই দাবী মানানোর জন্য কতটা শক্তি তার আছে এসব বিচারে আনলে বলা যায় তার কোন শক্তি নেই এমনকি তার দলে এক হাজার সদস্য হবে কিনা এটাও সন্দেহের বিষয় তাই না?? কাজেই আমার মনে হয় এই পত্রিকায় বিবৃতি দেয়া পর্যন্তই তার গণ্ডি তাই না??
    Total Reply(1) Reply
    • sakib ১৯ জুন, ২০১৮, ২:৫৭ পিএম says : 4
      You Must give a stone in darkness, that's not enough.

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ