Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই ভ্যাট কার্যক্রম অটোমেশনে আসবে

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজস্ব অগ্রযাত্রার মূল চালিকা শক্তি ভ্যাট। ফলে ভ্যাটকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। একারনে আগামী এক বছরের মধ্যে ভ্যাটকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হবে হবে আশ্বাস দিয়েছেন জাথীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) প্রবর্তন করবো, সেজন্য আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ইএফডির আওতায় এনবিআরের মূল সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ-ভ্যাট ‘মোবাইল অ্যাপ এবং ভ্যাট বিষয়ক তথ্যচিত্র’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি) মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, সার্বিক তত্বাবধানে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট-ভ্যাট কমিশনার মো. মতিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এসিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চেয়ারম্যান গোলাম মঈনুদ্দীনসহ এনবিআরের সদস্য রেজাউল হাসান, শাহনাজ পারভীনসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, প্রস্তাবিত বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা প্রায় তিন লাখ কোটি টাকা। এটি একটি চ্যালেঞ্জ। জনগণের সহযোগিতায় আমরা এ লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো। লক্ষ্য যদি বড় থাকে, লক্ষ্য অর্জনের চেষ্টাও হয় বৃহৎ। সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২০ শতাংশ হতে পারে। আশা করি ‘গত বছরের তুলনায় চলতি বছরে ( ২০১৭-১৮) রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হবে ২০ শতাংশ। এটা ২২ থেকে ২৫ শতাংশ হয়ে যেতে পারে। তবে তা নির্ভর করবে জুন মাসের রাজস্ব আদায়ের উপর।’
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, অ্যাপস খুব কঠিন কাজ নয়। কঠিন কাজটা হচ্ছে সাহস। অনেক সময় আমরা স্বচ্ছ হতে চাই না। তারা যে আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন, তাকে সাধুবাদ জানাই। অনলাইনে ঘুষ বা স্প্রিড মানির সুযোগ থাকেনা। সময় ও খরচ কমে যায়। এটি খুবই ইতিবাচক উদ্যোগ।
অনুষ্ঠানে জানানো হয়, এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস এখন অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। শীঘ্রই এটি আইফোনেও চালু হবে। অ্যাপের মাধ্যমে এলটিইউ ভ্যাট সম্পর্কে প্রায় সব তথ্য জানা যাবে। কমিশনার থেকে অফিস সহায়ক পর্যন্ত সবার ছবিসহ পরিচিতি, এ প্রতিষ্ঠানের আওতাধীন ভ্যাট প্রদানকারী খাতভিত্তিক ১৫৭ টি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিন নম্বর ও মোবাইল নম্বর, বাংলাদেশের সব ভ্যাট কমিশনারের ঠিকানা, তাদের আওতাধীন বিভাগ, সার্কেল ও অঞ্চল সম্পর্কে তথ্য পাওয়া যাবে। যেকোন করদাতা সংশ্লিষ্ট কমিশনারেটে ক্লিক করেই সে কমিশনারেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অ্যাপ ব্যবহার করে খুব সহজে ভ্যাট আইন, বিধিমালা ও সেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। সংযোগ বাড়াতে অ্যাপে এলটিইউ ভ্যাট শাখার কর্মকর্তাদের মুঠোফোন নম্বরও উন্মুক্ত রয়েছে।
কমিশনার মো. মতিউর রহমান বলেন, বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এখন আগের চেয়ে অনেক পরিপক্ক। বর্তমানে এলটিইউকে দূরর্নীতি ও হয়রানী মুক্ত প্রতিষ্ঠান হিসেবে করা হয়েছে। কাজেও অনেক সচ্ছাতা এসেছে। ফলে ভ্যাট আদায়েও সবার চেয়ে এগিয়ে রয়েছে এলটিইউ। তিনি বলেন, রাজস্ব আদায়ের গত তিন বছর ধরে প্রতিবছরই প্রবৃদ্ধিও হার বাড়ছে। ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায় হয় ৩০ হাজার ৪১৭ কোটি ২১ লাখ টাকা, প্রবৃদ্ধির হার ছিল ১৯.৫১ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে আদায় হয় ৩৬ হাজার ৯৮৩ কোটি টাকা ৫০ লাখ টাকা, প্রবৃদ্ধির হার ছিল ২১.৫৯ শতাংশ। আর চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত আদায় হয়েছে ৪০ হাজার ৯৪৫ কোটি ৬৯ লাখ টাকা, যার প্রবৃদ্ধির হার প্রায় ২৪ শতাংশ। তিনি বলেন, অর্থ বছর শেষে এর পরিমান আরো বাড়বে।
অনুষ্ঠানে ভ্যাট শাখার বিভিন্ন তথ্য ও নতুন অর্থবছরে মূল্য সংযোজন কর মূসকে আনা নানা পরিবর্তনের তথ্য তুলে ধরেন এলটিইউ ভ্যাট শাখার উপ কর কমিশনার বদরুজ্জামান মুন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ