Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে শায়েস্তা করতে যুবলীগই যথেষ্ট -খাদ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপিকে শায়েস্তা করতে যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে আবার আগুন সন্ত্রাস করলে বিএনপিকে শায়েস্তা করার জন্য যুবলীগই যথেষ্ঠ। নির্বাচনে না এসে অযৌক্তিক আন্দোলন করলে তার পরিণতি হবে ভয়াবহ। গতকাল সকালে গুলিস্থান মহানগর নাট্টমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তিদিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি হলো রাজনৈতিক অঙ্গনে একটি অপশক্তি। এই অপশক্তিকে বিদায় করতে হবে। অন্যথায় বাংলাদেশে সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে না।
তিনি বলেন, এই সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন। এবার নির্বাচনে না এলে বিএনপি’র অস্তিত্ব বিলিন হয়ে যাবে। বিএনপি’র দাবি মানার ও তাদের সাথে সংলাপের কোন সুযোগ নাই। আইনী লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার কোন পথ নাই জানিয়ে তিনি বলেন, ১/১১ কুশীলবরা বিএনপি’র ঘাড়ে আবার সওয়ার হয়েছে।
তিনি বলেন, ভারতের কাছে ধরনা দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য। এগুলো করবেন না । দেশের কোনো সমস্যায় বিদেশিদের ডাকবেন না। তাহলে দেশের মান থাকে না। এটা যেন আপনাদের বোধে থাকে।
বিএনপির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন, আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না। জেল কোড অনুযায়ী তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কেবল একজন ব্যক্তির মুক্তি ছিলো না, ছিলো গণতন্ত্রের মুক্তি। এই মুক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠিত হয় এব ‘জনগণের ক্ষমতায়ন’ প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পা বাড়িয়েছে। তাই আজকের দিনটি কেবল শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, এই দিনটি জনগণের ক্ষমতায়নের মুক্তির দিবস।
সভায় আরও বক্তব্য রাখেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, ঢাকা উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ