Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা

উত্তরের পদবঞ্চিতদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯টি থানা ও ৭টি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (রোববার) মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এই কমিটি অনুমোদন করেন। অপর দিকে সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে কাক্সিক্ষত পদ না পেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের ঘোষিত এসব কমিটির মধ্যে ধানমন্ডি থানা বিএনপির সভাপতি করা হয়েছে শেখ রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক আবুল খায়ের বাবুল ও সাংগঠনিক সম্পাদক শফিক উদ্দিন ভুইয়া। কলাবাগান থানায় সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ খলিল কিবরিয়া লাকী। হাজারীবাগে সভাপতি মজিবুর রহমান মজু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সবুজ। কামরাঙ্গীরচর থানায় সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাঈম ও সাংগঠনিক সম্পাদক হোজী মোঃ আওলাত হোসেন। নিউ মার্কেট থানা বিএনপির সভাপতি এডঃ মকবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। যাত্রাবাড়ীতে সভাপতি নবীউল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ আতিক, সাধারণ সম্পাদক বাদল সরদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ভান্ডারী। ডেমরায় সভাপতি মোঃ জয়নাল আবেদীন রতন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নান্টু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম ও সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম। ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মুক্তা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম। শ্যামপুর থানায় সভাপতি আ ন ম সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাজী মোজাম্মেল, সাধারণ সম্পাদক আলিম আল রাজ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব মাওলা হিমেল। কদমতলীতে সভাপতি হাজী মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ রবিন ও সাংগঠনিক সম্পাদক বাদল রানা। কোতয়ালী থানায় সভাপতি হায়দার আলী বাবলা, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন রিপন, সাধারণ সম্পাদক আনোয়ার আল আজিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ। সবুজবাগ থানার সভাপতি হাজী মোঃ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইয়াহিয়া বাবু। মুগদা থানার সভাপতি মোঃ আলী চায়না, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হুদা কাজল ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা। পল্টন থানা বিএনপির সভাপতি লোকমান হোসেন ফকির, সিনিয়র সহ-সভাপতি এম এম আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ কাজী হাসিবুর রহমান শাকিল ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী। রমনা থানায় সভাপতি আরিফুর রহমান আরিফ ,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। গেন্ডারিয়ায় সভাপতি মকবুল ইসলাম খান টিপু, সিনিয়র সহ-সভাপতি হাজী লিয়াকত, সাধারণ সম্পাদক আঃ কাদের ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ওয়াছেক বিল্লাহ। চক বাজার থানা বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ বাদল, সিনিয়র সহ-সভাপতি হাজী টিপু সুলতান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সূত্রাপুরে সভাপতি এম এ সাহেদ মন্টু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আেব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক হাজী আক্তার। বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুল ইসলাম তাইজু, সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ মামুন ও সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আদিল শাহ।
ওয়ার্ড কমিটি: থানা কমিটির সাথে সাথে ৭টি ওয়ার্ডেরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কমিটিও অনুমোদন করেন। এর মধ্যে শাহবাগ থানার ২০ নং ওয়ার্ডে সভাপতি জাহিদ হোসেন নোয়াব, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদ আলম। রমনা থানা ১৯ নং ওয়ার্ডে সভাপতি আবদুল মোতালেব রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। হাজারী বাগ থানার ১৪ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। হাজারী বাগের ২২ নং ওয়ার্ড সভাপতি নুরুল হক আরজু, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, হাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন। কামরাঙ্গীর চর থানা ৫৭ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ খায়ের উদ্দিন। কামরাঙ্গীর চর থানা ৫৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল শামীম ও সাংগঠনিক মোঃ আনোয়ার হোসেন। কামরাঙ্গীচর থানা ৫৫ নং ওয়ার্ড সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম। এছাড়াও শাহবাগ ও মতিঝিল থানা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু পরে এক বিজ্ঞপ্তিতে ওই দুটি শাখার কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
উত্তরের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ: পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করার অভিযোগে উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পদত্যাগ দাবি করেন তারা। গতকাল (সোমবার) দুপুরে নয়াপল্টনে কার্যালয়ের সামনে পদ বঞ্চিত এবং কাক্সিক্ষত পদ না পাওয়া নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম পারভেজ। তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভুল বোঝানো হয়েছে। বিএনপি মহাসচিব দেশে ফেরার পর উনার সঙ্গে কথা বলব। আশা করি, তিনি আমাদের দাবি মানবেন। শামীম পারভেজ বলেন, কাইয়ুম ও আহসান উল্লাহ হাসান টাকার বিনিময়ে এই কমিটি করেছেন। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে এই পকেট কমিটি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদেরও এ কমিটিতে রাখা হয়েছে। সুতরাং আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কমিটি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি দেয়া হবে। বিক্ষোভ চলাকালে এম এ কাইয়ুমের দুটি ছবি কুশপুত্তলিকা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির উত্তরের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, আবুল হাশেম, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনসহ শতাধিক নেতাকর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ