Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে -স্পিকার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ৪:০৫ পিএম

আওয়ামী লীগ সরকারের সময় দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং দেশের উন্নয়নের জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ এর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) দুই দিন ব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদ এর স্পিকার এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। দেশের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, ধর্মই সকল মানুষকে শান্তির বার্তা পৌছে দেয়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছে। দেশে এখন কোন দারিদ্র নেই জানিয়ে তিনি আরও বলেন, এবারের বাজেট অনেক বড় বাজেট। দেশে দারিদ্রের হার ৪০ থেকে ২৩ ভাগে নামিয়ে আনা হয়েছে ও অতি দারিদ্র দুর করনে সরকার জোরালো ভূমিকা পালন করে আসছে।
বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠা পরিচালক আসিন জিন রক্ষিত থের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মি. সম্পদ বড়ুয়াসহ আরো অনেকে।
দুই দিন ব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনে এসময় প্রায় এক হাজারের বেশী বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ