Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বঞ্চিত গার্মেন্টসশিল্প -বিজিএপিএমইএ

বাজেট প্রতিক্রিয়া

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ২০১৭-১৮ অর্থ বছরের জন্য সময়োপযোগী ও সুদূর প্রসারী ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাবের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে গার্মেন্টস পশ্চাৎ সংযোগ শিল্পের সংগঠন গার্মেন্টস এক্সেসরিজ এ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ)। তবে আবারো এই শিল্পকে বঞ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনটির এক বিবৃতিতে। বিবৃতিতে বিজিএপিএমইএ বলেছে, এ বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি করা হয়েছে। যা অত্যন্ত ভালো উদ্যোগ কিন্তু আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল বর্তমান কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। কিন্তু ঘোষিত বাজেটে এর কোন প্রতিফলন ঘটেনি। বর্তমানে গার্মেন্টস শিল্পের কাঁচামালের দাম ক্রমাগত বৃদ্ধির কারণে আমাদের উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, আমাদের উৎপাদিত পণ্য কম দামে রপ্তানি করতে হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বিজিএপিএমইএ’র সভাপতি মোঃ আবদুল কাদের খান বিবৃতিতে বলেন, গার্মেন্টস শিল্পের বর্তমানে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর গার্মেন্টস শিল্পের পশ্চাৎ সংযোগ শিল্প হিসেবে কাজ করছে। এ শিল্পের প্রায় ৯৫ শতাংশ এক্সেসরিজ পণ্য তৈরি পোশাক শিল্পে সরবরাহ করে থাকে। কিন্তু এ সেক্টরকে তৈরী পোশাক শিল্পের ন্যায় সমান সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না। তৈরি পোশাক শিল্পের জন্য যেখানে ১৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স ঘোষনা করা হয়েছে, সেখানে এ সেক্টরের জন্য ৩৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স রয়েছে। তাই এ শিল্পের বিকাশের কথা চিন্তা করে সরকারের কাছে আমাদের দাবি গার্মেন্টস এক্সেসরিজ সেক্টরের জন্য কর্পোরেট ট্যাক্স ১৫ শতাংশ করা হোক। কারণ এক্সেসরিজ সেক্টর তৈরি পোশাক শিল্পের পরিপূরক শিল্প হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে, ৩৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। নতুন বিনিয়োগের জন্য সরকারের প্রতি সংগঠনের দাবি কর্পোরেট ট্যাক্স ১৫ শতাংশ করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ