পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রফিকুল ইসলাম সেলিম : জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট নিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান ও চিটাগাং উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী গতকাল (বৃহস্পতিবার) তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। এতে বলা হয়, প্রস্তাবিত এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ও সাহসী। তবে এর সঠিক ও মানসম্পন্ন বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। নারী উদ্যোক্তা তহবিল ও নারী উন্নয়নে বিশেষ তহবিলের জন্য বরাদ্দ ইতিবাচক উল্লেখ করে চেম্বার নেতারা বলেছেন, এটি অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত না রেখে মূল্যস্ফীতি বিবেচনায় এ সীমা ৩ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা। তারা বলেন, আমদানীকৃত চালের উপর শুল্ক ও কর বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ব্যয় বাড়বে। এছাড়া ই-কমার্স সার্ভিসের উপর ভ্যাটের প্রবর্তন নতুন এই খাতকে সম্প্রসারণে বাধাগ্রস্ত করবে।
বাজেট ঘাটতি পূরণে আভ্যন্তরীণ সম্পদ থেকে ৭১ হাজার কোটি টাকা ধার করার প্রস্তাব বিবেচনার আহŸান জানিয়ে চেম্বার নেতারা বলেন, অতি সামান্য সুদ হারে বৈদেশিক ঋণের পরিবর্তে দেশীয় ঋণের সুদের বোঝা অনেক বড়। এ অবস্থায় দেশীয় স্বার্থ প্রাধান্য পাওয়া কাম্য। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি মূল চ্যালেঞ্জ মন্তব্য করে তারা বলেন, এ অবস্থায় দক্ষ জনবল তৈরী করতে বরাদ্দকৃত বাজেট পূর্ণমাত্রায় বাস্তবায়ন না করা গেলে সামগ্রিক অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে। চট্টগ্রাম চেম্বার সভাপতি চট্টগ্রামে গড়ে উঠা ইকনোমিক জোন ও বন্দরের সক্ষমতা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেইন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব করেন। একইসাথে চট্টগ্রামের সাথে দেশের অন্যান্য অঞ্চলের কন্টেইনারবাহী রেল যোগাযোগের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে চলমান মেগা প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
চিটাগাং চেম্বার
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসা ও বিনিয়োগবান্ধব বিভিন্ন কর্মকৌশল, দারিদ্র বিমোচনসহ সামাজিক সুরক্ষা ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই বাজেট ইতিবাচক ভূমিকা পালন করবে। ব্যাংকিংয়ের পাশাপাশি প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রেও কর্পোরেট কর হ্রাস করা জরুরী। লোকাল এলসির ক্ষেত্রে নতুন করে যে সোর্স টেক্স আরোপ করা হয়েছে তার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কস্ট অব ডুয়িং বিজনেস অনেকাংশে বেড়ে যাবে। জনপ্রশাসনের পরে শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে যা দক্ষ মানব সম্পদ উন্নয়নে কাঙ্খিত অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঞ্চয়পত্র ব্যবস্থাপনার লক্ষ্যে বন্ড মার্কেট উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, রাজস্ব আদায়, ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর আইনসহ বিভিন্ন রেগুলেটরী রিফর্ম এসব খাতে উল্লেখ্য পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট কর হার আড়াই শতাংশ হ্রাস করা হয়েছে যা ইতিবাচক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরী পোষাক উৎপাদনে ও রপ্তানিতে নিয়োজিত করদাতার কর হার ১৫শতাংশ, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে ১২.৫শতাংশ এবং সবুজ কারখানার ক্ষেত্রে ১২শতাংশ এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। দেশে মোবাইল টেলিফোন সেট উৎপাদনে ভ্যাট অব্যাহতি এবং কম্পিউটার যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে রেয়াতি সুবিধা এ তথ্য প্রযুক্তি বিকাশে সাহায্য করবে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এনার্জি ড্রিংকের উপর সম্পূরক শুল্ক ২৫শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫শতাংশ করা, তামাক পণ্যের উপর সম্পূরক শুল্ক ২০শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫শতাংশ করা এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করবে। পাটের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর উপর ৫শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ক্যান্সার ও কিডনি জাতীয় রোগের প্রতিষেধক আমদানি, প্রতি কেজি ১০০ টাকা মুল্যমান পর্যন্ত পাউরুটি, বনরুটি, হাতে তৈরী বিস্কুট ও ১৫০ টাকা পর্যন্ত হাতে তৈরী কেক ও চপ্পল বা পাদুকার উপর ভ্যাট অব্যাহতি প্রদানে সাধারণ মানুষ উপকৃত হবে।
মেট্রোপলিটন চেম্বার
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, এ বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। কর্পোরেট ট্যাক্স যথেষ্ট না কমালে ব্যাংক ঋণ সুদ সিঙ্গেল ডিজিটে আনা সম্ভব হবে না এবং তা না হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগও বাড়বে না। ব্যাংকিং খাতে সরকারের নজরদারী যথেষ্ঠ নয় বলে অনিয়ম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বার বার মূলধন ঘাটতি পূরণে বরাদ্দ রাখা অগ্রহণযোগ্য। দক্ষ জনবল তৈরী করতে বরাদ্দকৃত বাজেট পূর্ণমাত্রায় বাস্তবায়ন না করা গেলে সামগ্রিক অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে। কর্মসংস্থানে দেশীয় জনবল নিয়োগে, সরকারী নীতিমালা কঠোরভাবে অনুসরনের বাধ্যবাধকতা আবশ্যক উল্লেখ করে তিনি বলেন, নজরদারীর অভাবে অতি সাধারণ এবং অপ্রয়োজনীয় পদেও বিদেশী নিয়োগের নজীর দেখা যায়। দেশের বিরাজমান অবস্থায় এমনটি কাম্য নয়। বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশ থেকে ৫০ হাজার ১৬ কোটি এবং আভ্যন্তরীণ সম্পদ থেকে ৭১ হাজার কোটি টাকা ধার করার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, অতি সামান্য সুদ হারে বৈদেশিক ঋনের পরিবর্তে দেশীয় ঋনের সুদের বোঝা অনেক বড়। এ অবস্থায় দেশীয় স্বার্থ প্রাধান্য পাওয়া কাম্য। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ইতিমধ্যে সম্পদের মূল্যবৃদ্ধি পেয়েছে, যা সকল ক্ষেত্রে করদাতার আয় বৃদ্ধি নয়। বিরাজমান অবস্থায় তা ৩ কোটিতে উন্নীত করার প্রস্তাব করেন তিনি।
উইম্যান চেম্বার
এলডিসি উত্তোরণে বাজেটের সঠিক ও মানসম্পন্ন বাস্তবায়ন অত্যন্ত জরুরী উল্লেখ করে চিটগাাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিতে দেশের চলমান শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহায়ক হবে। ওষুধ শিল্পের কাঁচামাল, গুড়া দুধ, কর্ণ ফ্লাওয়ার, পোল্ট্রি ফিড, সয়াবিন তেল ইত্যাদি আমদানীর ক্ষেত্রে শুল্ক হ্রাসের ফলে দেশের সাধারন জনগণ উপকৃত হবেন। ভ্যাটের স্তর ৯ স্তর থেকে নামিয়ে ৫ স্তর করায় ভ্যাট আদায়ের ক্ষেত্রে জটিলতা কমবে। দেশে প্রথম বারের মত বিধবা নারীদের জন্য ভাতার প্রবর্তন পিছিয়ে পড়া নারী সমাজকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। এছাড়া নারীদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ অব্যহত রাখায় নারী উদ্যেক্তাদের উন্নয়নে কাজের সুযোগ সৃষ্টি হবে বলেও মনেকরেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।