পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, উন্নয়নের যে বিস্ময়কর অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে চলছে। এই বাজেট তারই ধারাবাহিকতা বজায় রাখবে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থবছরের ২০১৮-১৯ বাজেট উপস্থাপনের পর সংসদ ভবনে এক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন। তথ্য মন্ত্রী বলেন, এবারের বাজেটে কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, পানিসম্পদের উন্নয়ন, প্রবৃদ্ধি, বিনিয়োগ, শিল্পায়ন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়, বৈষম্যরোধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা- প্রভৃতি খাতে যে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে গত কয়েক বছরে। এবারের বাজেটে সেই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। অনেক সময় অনেক প্রকল্প নেয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারের বাজেট নিয়ে আমরা আশান্বিত, দেখা যাক কতটুক জনকল্যাণ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।