Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিতে ভর্তুকি বাড়ছে

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকি বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার ২৫৯ কোটি টাকা, এর মধ্যে ভর্তুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব দেন। অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার মূল বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৬ হাজার কোটি টাকা করা হয়। সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ৫০ শতাংশ বেশি ভর্তুকির প্রস্তাব করেছেন। এ মন্ত্রণালয়ের ১ লাখ ৩৬ হাজার ৮৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের মধ্যে ভর্তুকি ধরা হয়েছে ২২ হাজার ৪৩৯ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৫ শতাংশ। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের জন্য ১১৩ শতাংশ বেশি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। এ খাতে মোট ভর্তুকি ধরা হয়েছে ৩ হাজার ৩৫৯ কোটি টাকা। এছাড়া জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৮২১ কোটি টাকা এবং প্রতিরক্ষা খাতে ৪২৪ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ