Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা সাক্ষ্য দিতে ম্যানিলায় সিআইডি কর্মকর্তা

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের রিভার্জ চুরির ঘটনায় তদন্তের অংশ হিসেবে সাক্ষ্য দিতে এবার বাংলাদেশ থেকে সিআইডির এক কর্মকর্তাকে ফিলিপাইনে ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে রিজার্ভ চুরি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত এসপি রায়হান উদ্দিন খান দেশটিতে পৌঁছেও গেছেন। সিআইডির এসএস মোল্লা নজরুল ইসলাম জানান, গত সোমবার সিআইডির ওই কর্মকর্তা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন।

সিআইডি জানায়, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইন সরকার রিজাল ব্যাংকের বিরুদ্ধে একটি মামলা করেছিল। সেই মামলার বিষয়ে ফিলিপাইন সিআইডির একজন কর্মকর্তাকে ডেকেছে। তবে ঠিক কী কারণে ডাকা হয়েছে, তা জানা যায়নি। তবে ফিলিপাইন সরকার ডেকেছে বলে, আমরা এটাকে একটা বিশেষ অগ্রগতি মনে করছি। ওই কর্মকর্তা দেশে ফিরলে তার কাছ থেকে জানা যাবে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইন সরকারের দায়ের করা মামলার অগ্রগতি কতটা হয়েছে।
২০১৬ সালের ৫ ফেব্রæয়ারি হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার ‘হ্যাকিংয়ের’ মাধ্যমে চুরি করে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের বিভিন্ন ভুয়া অ্যাকাউন্টে স্থানান্তর করে। এর মধ্যে শ্রীলঙ্কার একটি ব্যাংক সন্দেহজনক লেনদেন বুঝতে পেরে দুই কোটি ডলার আটকে দেয়। আর ৮১ মিলিয়ন ডলার (আট কোটি ডলার) যায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি অ্যাকাউন্টে। সেখান থেকে স্থানীয় মুদ্রা পেসোতে রূপান্তরের পর ওই টাকার একটি অংশ চলে যায় দুটি ক্যাসিনোতে। জুয়ার টেবিলে আয় বৈধ করার সুযোগ নিয়ে হাতবদলের মাধ্যমে পাচার হয়ে যায় ওই টাকা। পরে অর্থ পাচারের এ ঘটনায় ফিলিপাইনের প্রশাসনিক জবাবদিহিতা ও অনুসন্ধান সংক্রান্ত সিনেট কমিটি গঠন করেছিল।
ওই একই বছরের ১৯ মার্চ মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের ডিলিং রুম অফিসের যুগ্ম পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিআইডির অর্গানাইজড ও ইকোনোমিক ক্রাইম বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
সিআইডির একটি সূত্র জানায়, রিভার্জ চুরির ব্যাপারে রিজাল ব্যাংকের যে সম্পুক্ততা রয়েছে, তা সিআইডির ফরেনসিক তদন্তে উঠে এসেছে। সে বিষয়টি ফিলিপাইন সরকারকে জানানো হয়। এ কারণে ফিলিপাইন সরকারের করা মামলার পক্ষে সাক্ষ্য দিতে সিআইডির কর্মকর্তাকে ডাকা হয়েছে। যদিও এর আগে বেশ কয়েকবার সিআইডির পক্ষ থেকে রিভার্জ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইন ও শ্রীলঙ্কা গিয়েছিল সিআইডির টিম। কিন্তু এবারই প্রথম কোনো বিদেশি সরকারের আহŸানে রিজাল ব্যাংকের সম্পৃক্ততার ব্যাপারে সাক্ষ্য দিতে বাংলাদেশের কোনো তদন্তকারী ফিলিপাইন গেলেন।
সূত্রটি জানায়, রিজার্ভ চুরির ঘটনায় রিজাল ব্যাংকে আটকে থাকা অর্থ তুলে নেওয়ার কারণে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মায়া সান্তেস দেগুইতো ও জ্যেষ্ঠ কাস্টমার রিলেশনস কর্মকর্তা অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করেছে দেশটির সরকার। তবে তদন্ত এখনো অব্যাহত। আর এরই অংশ হিসেবে সিআইডির কর্মকর্তাকে ডাকা হলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ