Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ বিতরণে যোগসাজশে শাস্তিমূলক ব্যবস্থা

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংক থেকে ঋণ মঞ্জুরি, বিতরণ ও তদারকির ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতি বা যোগসাজশ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনসাইট বা অফসাইট সুপারভিশনে ঋণ মঞ্জুরি, বিতরণ ও তদারকির ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতি বা যোগসাজশ পাওয়া গেলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’-এর আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনসে ঋণগ্রহীতা নির্বাচন থেকে শুরু করে ঋণবিতরণ-পরবর্তীকালে করণীয় বিষয়ে বিস্তারিত নির্র্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা হলে গ্রাহককে যে উদ্দেশ্যে ঋণ মঞ্জুর করা হয়েছে সে খাতে ব্যবহƒত না হয়ে অন্যত্র ব্যবহƒত হওয়ার সম্ভাবনা থাকে না। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনসের আলোকে প্রণীত নিজ নিজ ব্যাংকের ঋণ নীতিমালা বাস্তবায়নে পরিচালনা পরিষদ, ক্রেডিট কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীয় দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালন না করলে গৃহীত ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করা যায় না।
যে উদ্দেশ্যে ঋণ প্রদান করা হয়েছে বা হবে, সে উদ্দেশ্যেই ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত মনিটরিং করার জন্য আবার পরামর্শ প্রদান করা হয়েছে এই সার্কুলারে। এতে বলা হয়, বিশেষত, কিস্তিভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড় করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া কোনো ঋণের অর্থ উদ্দিষ্ট খাতের পরিবর্তে অন্যত্র ব্যবহƒত হলে ব্যাংককে তার কারণ উদ্ঘাটনসহ তা রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ