পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইয়ুব আলী : ঈদকে ঘিরে বন্দর নগরী চট্টগ্রামের ফুটপাতগুলোতে জমজমাট হয়ে উঠেছে ঈদবাজার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ রমজান থেকে হকারদের বিকেলের পরিবর্তে সকালে বসার সুযোগ দিয়েছে সিটি কর্পোরেশন। ফলে ফুটপাতে ঈদবাজার সরগরম হয়ে উঠেছে। নগরীর অভিজাত বিপণী কেন্দ্র নিউমার্কেটের সামনে আশেপাশের সড়ক ও ফুটপাতে ক্ষুদে ব্যবসায়ীরা হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। সকাল থেকে রাত পর্যন্ত বড় বড় মার্কেটের সাথে পাল্লা দিয়ে ফুটপাতে জমজমাট বিকিকিনি চলছে। ঈদ যত ঘনিয়ে আসছে ফুটপাতে বাড়ছে বিকিকিনি। নগরীর অন্তত ৪০টি স্পটে চলছে ঈদের কেনাকাটা। এছাড়া নগরীর ৪১ ওয়ার্ডের অলিগলিতেও ভাসমান হকাররা হরেক পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছে। ঈদকে ঘিরে বিভিন্ন বস্তি এলাকার আশেপাশে ভাসমান হকারদের আনাগোনা বেড়ে গেছে।
মহানগরীর ফুটপাতে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, ছোটদের জামা, জুতো, সেন্ডেলসহ সব ধরনের প্রসাধনীও মিলছে সেখানে। ক্রেতারাও তাদের চাহিদা অনুযায়ী পণ্য কিনছে। ফুটপাতের ক্রেতাদের অধিকাংশই নিম্ন আয়ের লোকজন। তাদের সামর্থ্যরে কথা চিন্তা করেই ক্ষুদে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী মজুদ করেছে। ক্ষুদে ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বেচাকেনা বেশ ভালো। তবে সন্ধ্যার পর ভিড়ের কারণে ক্রেতাদের অনেকে দোকানের আশেপাশে ভিড়তে পারছে না। সড়কে যানজটের কারণেও ঈদের বিকিকিনিতে সমস্যা হচ্ছে। নিউমার্কেটের মতো নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, স্টেশন রোড, বাদামতলী, আগ্রাবাদ এক্সেস রোড, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল, হালিশহর, বড়পোল, চকবাজার, রাহাত্তার পোল, আন্দরকিল্লা মোড়, মুরাদপুর, জিইসি মোড়, ষোলশহর ২নং গেইট, কালামিয়া বাজার, নতুন ব্রিজ এলাকা, রাজাখালীসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ও সড়কের ফুটপাতে জমজমাট বেচাকেনা চলছে। ফুটপাতের মতো নগরীর বড় মার্কেটগুলোর সামনে লোকে লোকারণ্য। মার্কেট এলাকায় জন ও যান চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। নগরীর নিউমার্কেট, সানমার ওশ্যান সিটি, আখতারুজ্জামান সেন্টার, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, লাকী প্লাজা, সেন্ট্রাল প্লাজাসহ নামি-দামি মার্কেট ও শপিং মলের সামনে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
নগরীর রেয়াজুদ্দিন বাজার, টেরিবাজার, তামাকুমÐি, গুলজার টাওয়ার, মতি টাওয়ার, চিটাগাং শপিং কমপ্লেক্স, আমিন সেন্টার, সিঙ্গাপুর মার্কেট, চকবাজারের কেয়ারী ইলিশিয়াম, চকভিউ মার্কেট, মতি কমপ্লেক্স, চক সুপার মার্কেট, ফিনলে স্কোয়ার, কাজির দেউড়ি-ভিআইপি টাওয়ার, স্টীল মিল-মহাজন গোল্ডেন টাওয়ার, বন্দরটিলা আলী শাহ প্লাজা, ইপিজেড ঝনক প্লাজা, বে-ভিউ শপিং সেন্টার, আগ্রাবাদ-লাকী প্লাজা, সাউথল্যান্ড সেন্টার, আগ্রাবাদ-ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, চৌমুহনী দুবাই মার্কেট, কর্ণফুলী মার্কেট, পাঠানটুলী কক্সি মার্কেটের আশেপাশেও ভাসমান হকাররা ক্রেতাদের চাহিদামতো পসরা সাজিয়ে নানা পণ্য বিক্রি করছে।
এদিকে নগরীর সড়ক দখল করে ঈদ বাজার বসায় বিপণি বিতানগুলোর সামনে প্রতিদিন প্রচÐ যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে অনেক ক্রেতা বাজার সেরে পৌঁছার আগেই ইফতারের সময় গড়িয়ে যায়। প্রতিদিন দুপুরের পর থেকে পুরো নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী সমিতির নিয়োজিত স্বেচ্ছাসেবকরাও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।