Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিএসসিতে ইফতার আড্ডা

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

এহসান আব্দুল্লাহ ঢাবি থেকে : সারাদিনের ক্লান্তির পর এবার ইফতারের পালা। এমন সময় যেন ঘড়িও আটকে থাকে ঠায়, সূর্য হেলে পড়ার অপেক্ষা নিয়ে চলতে থাকে ইফতারের প্রস্তুতি। আর পবিত্র রমজানের হেলে পড়া বিকেলে ইফতারের প্রস্তুতি নিতে নিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠে এক প্রাণবন্ত ইফতার মেলা, দেখে মনে হবে যেন এক উৎসব বসেছে পুরো প্রাঙ্গণ জুড়ে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আসেন এখানে ইফতার করতে। যে যার পছন্দমতো খালি স্থান বেছে নিয়ে বসে পড়েন পত্রিকা বিছিয়ে। তারপর বন্ধুরা মিলে গোল হয়ে বসে অপেক্ষা করেন ইফতারের নানা পদ নিয়ে, আজানের শব্দে যেন উৎসবের শুরু। চারপাশে এরকম বিভিন্ন ভাগে ভাগ হয়ে গোল হয়ে ইফতারের অপেক্ষা করতে থাকেন অনেকেই। কেউ সংগঠন ভিত্তিক, কেউ বা বিভাগ বা হলের ব্যাচ ভিত্তিক ভাগ হয়ে বসেন ইফতার নিয়ে। তার মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছাড়াও থাকে বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কেউ বুয়েট বা ঢামেক থেকে আসা, কেউবা চাকুরিজীবি বা বাহিরের ক্যাম্পাস থেকে বেড়াতে আসা বিভিন্ন শিক্ষার্থীরা। বুয়েট থেকে আসা আরফান বিন সুলাইমান ইনকিলাবকে বলেন, আসলে রমজান মাসে টিএসসিতে ইফতারের এই পরিবেশটা সারাদিনের সবকিছু ভুলিয়ে দেয়। এই ইফতারের আয়োজনে নেই কোনো ধর্মীয় ভেদাভেদও। সব বন্ধুরা মিলে আজানের সাথে তাল মিলিয়ে ইফতার সত্যিই সৌন্দর্য্য। ইফতারটা একটা সম্প্রীতির মেলবন্ধন। একসাথে ভালোবাসাটুকু ভাগ করে নিতে সবাই আয়োজন নিয়ে বসে পড়ে টিএসসির সবুজ ঘাসের উপর। এই ইফতারির উৎসবকে উপলক্ষ্য করে টিএসসির বাহিরে দোকানীরা সাজিয়ে বসেন নানা ইফতারের পসরা। এইসব আইটেমের মাঝে থাকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোড়া, চিকেন, জিলাপি, বুন্দিয়া, লেবু শরবত, রুহ আফজা, খেজুর ইত্যাদি। এছাড়াও কিমা পরোটা, চিকেন উইংস, টিকিয়া, কাবাব, সিজলিংসহ অন্যান্য আইটেমও দেখা মেলে। দুপুর থেকেই শুরু হয় তাদের কেনা বেচার সময়, তবে হিড়িক পড়ে যায় বিকেল গড়াতেই। ইফতারের আগ মুহুর্তে যেন দম ফেলার ফুসরৎও পাননা তারা। তবে এমন ব্যস্ততাকে তারা উপভোগ করেন বেশ আমেজের সাথেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ