Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

গতকাল রাজধানীর মিরপুরের সেকশন ২ ও রূপনগর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রূপনগরের আরামবাগ কাঁচাবাজার ও এর পার্শ¦বর্তী এলাকায় অবৈধ নির্মিত প্রায় ৫০টি সেমিপাকা স্থাপনা, বিট, শেড ইত্যাদি উচ্ছেদ করে ১০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। আরামবাগ কাঁচাবাজারে প্রায় ৩০ ফুট রাস্তা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।
তাছাড়া রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনগনের চলাচলে বিগ্ন সৃষ্টি করায় মিরপুর-২ অবস্থিত জিএলজি এসেটস লিমিটেড, এআর ল্যান্ডসমার্ক, দৌলত প্রোপার্টিজ লিমিটেড এবং বøক বি, রোড ২, প্লট ১৪ এর মালিকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় তারা রাস্তা ও ফুটপাতে থাকা নির্মাণ সামগ্রী ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। রূপনগরে অবস্থিত মেডিকাস হসপিটাল অবৈধভাবে শেড নির্মাণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে মেডিকাস হসপিটাল কর্তৃপক্ষকেও শেড সরিয়ে নেয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দেয়া হয়। -বিজ্ঞপ্তি

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ