পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : কর্পোরেট গভর্নেন্স কোডের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। রোবাবর বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কোডটির খসড়ার উপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যা অতি শিগগরিই বাংলাদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে। এদিকে খসড়া কর্পোরেট গভর্নেন্স কোড এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজারস অংশটি উক্ত কোডে অন্তর্ভূক্ত করার পরিবর্তে, উল্লেখিত অংশের শর্তসমূহ জনমত জরিপে প্রাপ্ত মতামত পর্যালোচনা পূর্বক সংশোধিত আকারে অন্তর্ভূক্ত করে একটি পৃথক নোটিফিকেশন জারি করার চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে কমিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।