Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংক-বিডি ফাইন্যন্স চুক্তি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : পরিবেশ বান্ধব পণ্য/উদ্যোগের জন্য পূণ:অর্থায়ন তহবিলের আওতায় উদ্যোক্তাদের আর্থিক সহোযোগিতা প্রদানে বাংলাদেশ ব্যাংক ও দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেডের (বিডি ফাইন্যান্স) মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যাবস্থাপক মনোজ কুমার বিশ^াস ও বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় এখন থেকে বিডি ফাইন্যান্স নবায়নযোগ্য জ¦ালানি, জ¦ালানি দক্ষ/সাশ্রয়ী প্রযুক্তি, বিকল্প জ¦ালানী, বর্জ্য ব্যবস্থাপনা,পূন:প্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য প্রস্ততকরণ,পরিবেশ বান্ধব ইট উৎপাদন, পরিবেশ বান্ধব স্থাপনা- এসব খাতে উদ্যোক্তাদের স্বল্প সুদে আর্থিক সহোযোগিতা প্রদান করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রবীন কুমার পাল, যুগ্ম পরিচালক বাবেয়া খন্দকার এবং বিডি ফাইন্যান্স-এর মোহাম্মদ আবু রাশেদ নয়াব, হেড অব সিআরএম, সাজ্জাদুর রহমান ভুঁইয়া,সিএফও, আমরানুল হক, হেড এন্ড গ্রীন ফাইন্যান্সিং সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ